শাহজাদপুরে বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা ডাঃ ইউনুছ আলীর ১ম মৃত্যু বার্ষিকী পালন।

 প্রকাশ: ২৫ জুন ২০২১, ১২:৫৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


 সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, চক্ষু চিকিৎসক প্রবীণ ডাঃ ইউনুছ আলী খাঁনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা,কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার (২৪ জুন)  সকাল ১০ টায় শাহজাদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তার আত্মার মাগফেরাতের জন্য স্মরণ সভার আয়োজন করে। এ সময় তার স্মৃতিচারণ করে আলোচনা সভা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, (ভার্চুয়ালী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য,  ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী। বিশেষ অতিথি- (ভার্চুয়ালী) জাতীয় সংসদ সদস্য ৬৭ সিরাজগঞ্জ- ৬ সাবেক শিল্প উপমন্ত্রী ও  উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।  বিশেষ অতিথি-(ভার্চুয়ালী) সাবেক সংসদ সদস্য ৬৭ সিরাজগঞ্জ-৬ এবং  বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক  আহবায়ক চয়ন ইসলাম। প্রধান আলোচক (ভার্চুয়ালী) সাবেক উপাচার্য রাজশাহী  বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, প্রফেসর ড.আব্দুল  ,বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান (লালটু),  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, ডাঃ ইউনুছ আলী খাঁন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  প্রীচিলা খান মলি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আলহাজ্ব আব্দুল হাই।  এছাড়া অনুষ্ঠানে শাহজাদপুরের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: