রায়গঞ্জে বেগম নূরুণ নাহার তর্কবাগীশ কলেজে "জুলিও কুরি" শান্তি পদক লাভ

 প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন   |   সারাদেশ



জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।


এ উপলক্ষে গত মঙ্গলবার (২৩ মে) বেলা ১২ টায় কলেজের হল রুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফজলুল হক খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তি বাঙালি জাতির জন্য একটি আবেগের জায়গা। স্বাধীন বাংলাদেশে কোন রাষ্ট্র নেতার সেটি ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ। জুলিও কুরি পদক প্রাপ্তির গভীরে যেতে হলে আমাদের এবং আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে আরও জানতে হবে। তার জীবন থেকে আদর্শের পাঠ গ্রহণ করতে হবে। ধারণ করতে হবে বঙ্গবন্ধুকে।

এ সময় আরও বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জনাব ফরহাদ আলী। 

আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় শিক্ষক পরিষদের সম্পাদক আতাউর রহমান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জুলিও কুরি" শান্তি পদক প্রার্থীর ৫০ বছর পূর্তি উদযাপনে দাবি জানাতে চাই, যে ত্যাগ ও সম্মানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধুকে "জুলিও কুরি" পদক প্রদান করা হয়েছে। সেই মহান নেতা বঙ্গবন্ধুর নামে এমন পদক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হোক।

আলোচনা সভায় শিক্ষক - কর্মচারী ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সারাদেশ এর আরও খবর: