লিয়াকত আহ্বায়ক, ওয়াশিম সদস্য সচিব কালকিনিতে সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ


কালকিনি প্রতিনিধিঃ

"মূলধারায় পরিচ্ছন্ন সাংবাদিকতায় আমরা অঙ্গিকার বদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে আহ্বায়ক কমিটির ঘোষণার মধ্য দিয়ে কালকিনি সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কালকিনি সাংবাদিক ফোরামের কার্যালয়ে উক্ত কমিটি ঘোষণা করা হয়। 


কালকিনির প্রথম সারির সিনিয়র সাংবাদিকদের উপস্থিতে মাইটিভির কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতকে আহ্বায়ক ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার কালকিনি প্রতিনিধি সাহাদাত হোসেন ওয়াশিমকে সদস্য সচিব ও দৈনিক গণতন্ত্র পত্রিকার কালকিনি প্রতিনিধি বি এম আজাহার উদ্দিনকে যুগ্ন সদস্য সচিব, সোনালী খবর পত্রিকার কালকিনি প্রতিনিধি আমির হোসেন ও মাদারীপুর সাংবাদ পত্রিকার কালকিনি প্রতিনিধি মাহফুজুর রহমান ইমরানকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপজেলা রিপোর্ট ইউনিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার কালকিনি ও ডাসার প্রতিনিধি নাসিরুদ্দিন ফকির লিটন। 



এসময়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে  বক্তব্য  রাখেন কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার কালকিনি -ডাসার প্রতিনিধি এইচ এম মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার কালকিনি- ডাসার প্রতিনিধি  মোঃ জাফরুল হাসান, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনন্দ টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি  ম ম হারুন আর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বুলেটিন পত্রিকার কালকিনি প্রতিনিধি আবির হাসান পারভেজ, একুশে টিভির কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানসহ হৃদয়সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সারাদেশ এর আরও খবর: