রংপুরের বদরগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
সুরক্ষিত বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখা ও পৌর শাখা
রংপুরের বদরগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সুরক্ষিত বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখা ও পৌর শাখা। দিবসটি উপলক্ষে সকালে শহীদ মিনার/স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।
এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার নেতৃবৃন্দ নুর আহমেদ, আবু রায়হান, ইউনুস আলী উপস্থিত ছিলেন। পাশাপাশি পৌর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন তানভীর ইসলাম, হাবিবুর বকশী, পলাশ, রিফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
