বদরগঞ্জ রেলস্টেশন প্ল্যাটফর্মে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন   |   সারাদেশ



বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনজুমা সুলতানা। বুধবার রাত আনুমানিক ৮টা দিকে তিনি বদরগঞ্জ রেলস্টেশন প্ল্যাটফর্মে শুয়ে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় ইউএনও আনজুমা সুলতানা বলেন, “শীত মৌসুমে খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষদের কষ্ট অনেক বেশি। প্রশাসনের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। যতটুকু সম্ভব আমরা শীতার্ত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছি।”

কম্বল পেয়ে অসহায় মানুষগুলো ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের রাতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা।

স্থানীয়রা ইউএনও’র এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসনের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দেয়।

সারাদেশ এর আরও খবর: