কালকিনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক :
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমব সকালে কালকিনি পৌরসভা চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. লিমন হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হাসান, সচিব বাবুল চন্দ্র, হিসাব রক্ষক রনজিত কুমার ও মোঃ মোকাদ্দেশ হোসেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা স্বাস্থ্য সুরক্ষার অন্যতম কার্যকর উপায়। পরে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী করানো হয়।
