কালকিনিতে কৃষকের শতাধীক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


সাহাদাত হোসেন ওয়াসিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. শাজাহান হাওলাদার-(৫৬) নামে এক অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির প্রায় শাতাধীক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে  প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে গাছ কাটার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচি পালন করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সাধারন জনগন। এসময় উপস্থিত ছিলেন মো. শাজাহান হাওলাদার, মো. শাহজামাল হাওলাদার, মো. ইলিয়াস চৌকিদার, মনিরুল ইসলাম চৌকিদার, দলিল উদ্দিন হাওলাদার, সালাম হাওলাদার, বাদল হাওলাদার, মুজাম্মেল হাওলাদার ও নয়নসহ প্রায় শতাধীক লোকজন। 

ভূক্তভোগী মো. শাজাহান হাওলাদার ও মো. শাহজামাল হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমাদের নিজ জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় শাতাধীক ফলের গাছ কেটে ফেলেছে মজিদ বেপারী, আজিত বেপারী, ফয়সাল বেপারী, সলেমান, ময়াজ্জেম, কাইয়ুম ও শাহীন। আমরা তাদের নামে মামলা করবো। আমরা তাদের বিচার দাবি করছি। 

এই ঘটনা জানার জন্য প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায় নি। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ফলের গাছ কাটার বিষয়টি অবগত আছি। তবে ভূক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ ও আইন এর আরও খবর: