কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শিক্ষার্থীদের সাফল্য অর্জন।

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১২ অপরাহ্ন   |   জেলার খবর



রিপোর্টঃ শেখ লিয়াকত আহম্মেদ। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর তিন ছাত্রী পুরস্কৃত হয়েছে। 


গত ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থীর। এতে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর তিন শিক্ষার্থী "ক" বিভাগে রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে দশম শ্রেণির শিক্ষার্থী আনিকা রহমান ইলমা "খ" বিভাগে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিকা আক্তার মোহনা, "খ" বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয়  স্থান অধিকার করে  রাফিয়া আহম্মেদ রিমা।


বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 


এর আগে গত ১১ সেপ্টেম্বর কালকিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চারটি গ্রুপে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটিতেই কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর তিন ছাত্রী প্রথম স্থান অধিকার করে। উপজেলা পর্যায়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর "ক" বিভাগে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দশম শ্রেণির শিক্ষার্থী আনিকা রহমান ইলমা, "খ" বিভাগে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আনিকা আক্তার মোহনা, "খ" বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী রাফিয়া আহম্মেদ রিমা।


এ বিষয়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন বলেন, করোনা কালীন সময়ে আমরা অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস অব্যহত রেখেছি। যার ফলে স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পড়ালেখায় তেমন ব্যাঘাত ঘটেনি যার ফলে আমাদের এই তিন শিক্ষার্থীর পুরস্কার অর্জিত হয়েছে। এর আগেও আমাদের স্কুলের শিক্ষার্থীরা দেশে এমন কি বিদেশেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করে পুরস্কার পাওয়ার গৌরব উজ্বাল উদারহন রয়েছে, এই ধারা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলার খবর এর আরও খবর: