জাজিরার কৃষকরা পাচ্ছেন সার-বীজ সহ বিভিন্ন প্রণোদনা।

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ অপরাহ্ন   |   জেলার খবর


শরীয়তপুর জেলা প্রতিনিধি : পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এবং ডাল ফসল উৎপাদন বৃদ্ধির অভিপ্রায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ২১-২২ অর্থ বছরে কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় জাজিরার উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং সাইনবোর্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার,  উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান,  উপজেলা মৎস্য অফিসার সরদার গোলাম মোস্তফা,  কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রানী বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাজিম উদ্দীন, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার গন ও  কৃষক কৃষানী বৃন্দ। জাজিরা উপজেলায় ৭০ জন কৃষক মাশকালাই প্রণোদনা এবং ৫০ জন কৃষক নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনী পাচ্ছেন। মাশকালাই প্রণোদনায় প্রতি জন কৃষক ১০ কেজি ডিএপি সার  ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি বারি মাশ৩ জাতের বীজ পাচ্ছেন।  অপর দিকে নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীতে প্রতি জন কৃষক ৫০০ গ্রাম করে বিএডিসি ১ জাতের বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার ও সাইনবোর্ড পাচ্ছেন এবং আন্তঃ পরিচর্যা বাবদ ২৬৩০  টাকা এবং প্রশিক্ষণ পাবেন।

জেলার খবর এর আরও খবর: