রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ০৯ জুয়াড়ি আটক

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮ অপরাহ্ন   |   জেলার খবর


লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান 

নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার,

মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি)

মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে এসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচলনা করে গতকাল (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আনুমানিক রাত্রী ১০.৩০ মিনিটের সময় বোয়ালিয়া মডেল থানাধীন খরবোনা নদীরধার এলাকার মোঃ এবাদত হোসেনের বসত 

বাড়ীর দক্ষিণ পাশের্বটিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরের মধ্য থেকে ০৯ জন জুয়াড়িকে আটক করা হয়। 


এসময় তাদের কাছে থেকে ০৭(সাত) 

সেট খোলা তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ-১৮,০৪০/-(আঠার হাজার চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। 


আটককৃতরা হলো ১। মোঃ ওয়াসিউল আলম@সনেট(৩৯), পিতা-

মোঃ জিয়াউল আলম, সাং-এইচ/১০ সাহেববাজার। ২। মোঃ সোহাগ হোসেন@ মেরাজুল(২৫),পিতা-মোঃ কুদ্দুস আলী,সাং-শেখেরচক। 

৩। মোঃ একেএম জোবায়ের(৫০), পিতা-মৃত 

মোহাম্মদ আলী, সাং-রামচন্দ্রপুর (হাদীরমোড় বউ বাজার)। ৪। মোঃ রকি(৪০), পিতা-মোঃ দুলাল, সাং-হাদীর মোড় নদীরধার, সর্ব থানা-বোয়ালিয়া মডেল। ৫। মোঃ আব্দুল আহাদ@ঝন্টু(৪৫), পিতা-মৃত আঃ কাদের, সাং-সায়েরগাছা, ৬। মোঃ হাসিবুল 

হাসান@ডিউক(৪৮), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-হড়গ্রাম পালপাড়া, উভয় থানা- কাশিয়াডাঙ্গা, ৭। মোঃ জাকির হোসেন(৪০), পিতা-মৃত আজিজুল হক, সাং-শিরোইল কলোনী ০৪ নং গলি, থানা-চন্দ্রিমা, ৮। মোঃ আরাফাত আলী(৩০), পিতা-মোঃ আজিজুল হক, সাং- কাটাখালী (একতা হোটেলের পাশের্ব), থানা-কাটাখালী, ৯। মোঃ স্বপন রানা(৩৩), পিতা-মোঃ 

খোয়াজ উদ্দিন, সাং-খিরসিং ফুদকীপাড়া, থানা-শাহমখদুম, সর্ব মহানগর রাজশাহী ।


 এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

জেলার খবর এর আরও খবর: