১০ নং দৌলত পুর ইউনিয়ন দ্বিতীয় বার নৌকা মনোনয়ন পেলেন মহিউল ইসলাম মহি।

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর


দৌলত পুরপ্রতিনিধি ফয়সালঃ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী প্রান্তিক পর্যায়ে নাগরিক সেবার মান বৃদ্ধি, অবহেলিত পল্লী জনপদের আধুনিকায়ন,তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সংগঠন প্রসার এবং সমর্থক ও ভোটার সংখ‍্যা বৃদ্ধি, নতুন প্রজন্মের মধ‍্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ এবং দৌলত পুর ইউনিয়নের জনসাধারণের আশা-আকাংখার প্রতিফলনে সাফল‍্যের স্বাক্ষর রাখায় বাংলাদেশ আওয়ামী লীগের ফের প্রার্থী মনোনীত হলেন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ।  সাবেক এই ছাত্রলীগ নেতা বতর্মানে১০ নং দৌলত পুর ইউনিয়নের চেয়ারম্যান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস‍্য ও দৌলত পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক  হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিককালে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দৌলত পুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান মহিইল ইসলাম মহি  কে মনোনয়ন দেয়া হয়। এই ঘোষণার পর পরই উচ্ছাস ছড়িয়ে পড়ে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে। স্থানীয় সূত্রের দাবী, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব‍্য নির্বাচনে ফের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন জনপ্রিয় তরূণ এই নেতা। আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মধ‍্যে দেখা গেছে তৃপ্তি ও স্বস্তি। সোমবার বিকালে চেয়ারম্যান মহিকে নিয়ে এই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,শুভাকাংখীরা মিলে সহস্রাধিক মটরসাইকেলযোগে শোভাযাত্রায় অংশ নেন। দৌলত পুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক  করে  দৌলত পুররের  প্রয়াত অভিভাবক মরহুম আফাজ উদ্দীনের কবর জিয়ারত করে তিনি তার নির্বাচনী এলাকা ১০ নং দৌলত পুর আসেন এবং উপজেলা চত্তরে বঙ্গবন্ধু মুরালেফুল দিয়ে  স্বরন করেন। দৌলত খালী মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে এসে শেষ হয় র‍্যালী। মানব কল‍্যাণ ও অত্র এলাকার উন্নয়নে সর্বদা নিবেদিত থাকবেন বলে জানিয়েছেন। নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যূগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগার আলী,

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া -১ আসনের সাংসদ এ‍্যাড আ কা ম সরওয়ার জাহান বাদশাহ,সাধারণ সম্পাদক এ‍্যাড শরীফ উদ্দীন রিমন, উপজেলা চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন শুভাকাংখী-শুভানুধ‍্যায়ী সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি । র‍্যালী শেষে পথ সভায় বক্তৃতাকালে নৌকা প্রতীকে ভোট ও সমর্থন দিয়ে উন্নয়নের ধারা অব‍্যাহত রাখার সুযোগ দিতে দৌলতপুর ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ ও আহব্বান রাখেন তিনি।

জেলার খবর এর আরও খবর: