বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হউক-একেএম সাইফুল ইসলাম টিপু

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০১:৫৭ অপরাহ্ন   |   জেলার খবর


মারুফ হোসেন, বুড়িচংঃ

 আজ ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। যুবদলের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম  আহ্বায়ক ও ৪ নং ষোলনল ইউনিয়ন এর ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম টিপু। জাঁকজমকপূর্ণ ভাবে বুড়িচংয়ে যুবদলের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার লক্ষ্যে এ দিবসটি যেনো সুন্দর ভাবে পালন করতে পারে এটাই তিনি কামনা করেন।   


তিনি ১৯৯০ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত হন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবত শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ ও লালন করে রাজনীতি করে আসছেন । সাইফুল ইসলাম টিপু বলেন করোনার প্রাদুর্ভাব থেকে শুরু করে এখন পর্যন্ত বুড়িচংয়ে যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠন এর  সকল নেতাকর্মীদের কে আগলে রেখেছি। তাদের বিপদে আপদে সবসময়ই পাশেই থাকার যথেষ্ট চেষ্টা করছি। এবং যুবদলের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী যেনো সুন্দর ভাবে শৃঙ্খলার সাথে উদযাপন করতে পারে এটাই সকলের কাছে কামনা করছি। বুড়িচং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল,ছাত্রদলের সকল নেতাকর্মীদের বিপদে আপদে মামলা-হামলা যেকোনো সময় তাকে পাশে পাওয়া যায় বলেই সাইফুল ইসলাম টিপুর প্রশংসায় ভাসিয়ে চলছে বুড়িচং উপজেলায়।    

উল্লেখ্য যে বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর  রহমান ১৯৭৯ সালে যুবদলের প্রতিষ্ঠা করেন।

জেলার খবর এর আরও খবর: