পাচারের দুই বছর পর দেশে ফিরলেন তরুণী

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

পাচার হওয়ার দুই বছর পর এক তরুণীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ফেরত আসা তরুণীর বাড়ি যশোরে।


তাকে গ্রহণ করতে আসা এনজিও জাস্টিক অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা রোকেয়া খাতুন বলেন, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দুই বছর আগে তাকে ভারতে পাচার করে দালালরা। পরে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে আশ্রয় হয় ভারতের গুজরাটের একটি এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে দু’দেশের মধ্যে চিঠি বিনিময়ের পর আজ দেশে ফেরে। তাকে বেনাপোল পোর্ট থানা থেকে নিয়ে যশোরে সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।


বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ইমিগ্রেশনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণীকে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: