শার্শায় ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০১:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা সীমান্ত থেকে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।


মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শিকারপুর বাজারের থেকে মাদকের এ চালানটি আটক করে পুলিশ।


আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই থানার কাগজপুকুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মোজাম্মেল হোসেন (২৫)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদক এনে শিকারপুর দিয়ে পাচারের জন্য মোটরসাইকেলে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ৯২ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।


গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: