রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২২, ০৭:৪২ অপরাহ্ন   |   জেলার খবর


প্রতিনিধি বাঘা (রাজশাহী), 

রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে সবুজ আলী (২৮) নামের এক পাগলের মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলার ঝিনা গ্রামের ইটভাটা এলাকার মোস্তাকীন আলীর পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। সবুজ আলী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সবুজ আলী মাথায় সমস্যা ছিল। দীর্ঘদিন তাঁকে শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল। পরিবারের লোকজন কিছুদিন থেকে তাঁকে ছেড়ে রাখেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরেন সবুজ। রোববার বিকেলে আড়ানী রেল স্টেশন বাজার থেকে পাঁয়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। পথে ঝিনা গ্রামে মোস্তাকীনের পুকুর পাড়ে মাছ পাহারা দেওয়া ঘরে আগুন জালিয়ে পুকুরে ঝাপ দেয় সবুজ। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনলেও  সবুজ আলীকে পাওয়া যাচ্ছিলনা। পরে বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে পুকুর থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে। 

এ বিষয়ে সবুজ আলীর ছোট ভাই পারভেজ আলী বলেন, সবুজকে দীর্ঘদিন শিকল দিয়ে বেধে রাখা হয়েছিল। তাঁর মাথায় সমস্যা ছিল। এধরণের ঘটনা ঘটবে জানতে পারিনি।

এ বিষয়ে আড়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঝিনা গ্রামের মেম্বার মাসুদ রানা বলেন, সবুজ আলী একজন পাগল। তাঁকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: