অর্ধশত কৃষকের আস্থা একটি বাঁশের সাকো

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


মিরাজুল ইসলাম,  গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ

   জাতি-ধর্ম,দল-মত নির্বিশেষে সকলের মুখে হাসি ফোটাতে পারার চেয়ে বড় পাওয়া আর কী আছে?

এ এক দুষ্প্রাপ্য সুযোগ ই বটে যেখানে সকল ব্রাত্য মানুষদের একই সুতোয় গেথে একই আনন্দের ভাগীদার আমাদের আবিদ হোসেন উকিল   করতে পেরেছে। 


রাজনীতি, জনপ্রতিনিধিত্ব ও মানবিক কাজ এই তিনটি একই সুতোয় গাথা হলেও এর মধ্যে মানবিক কাজ ই একমাত্র স্বতন্ত্র। 

কিছুদিন আগে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের  রায়বাড়ি সংলগ্ন পরিত্যক্ত খাল টি পুনরায় খনন করা হয় ফলে বিপাকে পড়ে যায় ৩৫ টি পরিবার যাদের সকলেরই মাঠে ধান। এবং  ঐ খালের উপরের বাধ দিয়েই তাদের চাষ করা ৫০ বিঘার অধিক জমির ধান আনা নেওয়ার রাস্তা ছিলো ঐ।


সেখানে  সকলের সুবিধার্থে  ব্যক্তিগত উদ্যোগেই বাশের সাকো বানিয়ে সমস্যা সমাধানের ক্ষুদ্র প্রচেষ্টা করেন৷ 


আবিদ হোসেন উকিল 


একটা কথা আগেই বলা হয়েছে  রাজনীতি, জনপ্রতিনিধিত্ব ও মানবিক কাজ একই সুতোয় গাথা হলেও মানবিক কাজ মানুষ চাইলেই করতে পারে তার জন্য জনপ্রতিনিধি হতেই হবে এমন কোনো কথা নেই৷ 

এমনকি আমাদের আবিদ হোসেন উকিল   এই কয়েককদিন আগের অনুষ্ঠিত নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ছিলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন পেয়ে তিনি বিজয়ী হতে পারেননি 

কিন্তু এই কথা গর্বের সাথে বলতে চান জনপ্রতিধিত্ব বা রাজনীতির মোহ আবিদ ভাইয়ের  মানুষের তরে কাজ করে যাওয়ার মনোভাব কে গ্রাস করতে পারেনি।


এছাড়াও 

আবিদ হোসেন উকিল 

আরো আগে থেকেই অত্র এলাকার এবং আশেপাশের এলাকায় দ্বীনের কাজে সবসময় সহোযোগিতার জন্য এগিয়ে থাকেন।

জেলার খবর এর আরও খবর: