বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় ৫০ ঊর্ধ্ব মহিলা আহত

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২২, ০৪:০১ অপরাহ্ন   |   জেলার খবর


মঞ্জুর লিটন বরিশাল জেলা প্রতিনিধি 

বরিশালের আগৈলঝাড়ায়  প্রতিপক্ষের হামলায় ৫০ ঊর্ধ্ব মহিলা আহত হয়েছেন।

জানা গেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দঃ মোল্লা পাড়া নিবাসী ফুলমতি বেগম (৫৫)এর পরিবারের সাথে প্রতিবেশী মিলন হাওলাদার (৩৫) এর সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে ঝামেলা ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১৫.০১.২০২২) বিকাল ৩ ঘটিকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ফুলমতি বেগম (৫৫) এর উপর মিলন হাওলাদার (৩৫) ও তার মা কুলসুম বেগম (৫৭) এলোপাতাড়িভাবে হামলা চালায়। একপর্যায়ে ফুলমতি বেগম জ্ঞান হারালে তাকে রেখে প্রতিপক্ষ সরে যায়। এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় ফুলমতি বেগম কে আগৈলঝারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত ফুলমতি বেগম বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


আহত ফুলমতি বেগম ও তার ছেলে হোসেন  জানান দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষ মিলন হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় এই হামলা। উক্ত মিলন হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা আরো জানান পরিবারের সাথে কথা বলে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জেলার খবর এর আরও খবর: