কালকিনিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর


 কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি.

আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামি আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর আগমন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের সাথে উপজেলা ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর)  সকালে উপজেলা ইসলামি আন্দোলনের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন মিডিয়া, যোগাযোগ ও গন সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক মাওলানা তামিম হোসাইন  বলেন, আমাদের ইসলামি ছাত্র আন্দোলনের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সারা দেশে ইসলামিক ছাত্র আন্দোলনের ১১ কর্মী শহীদ হয়েছে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি কারি মোহাম্মদ রুহুলআমিন, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আলি আকবর, পৌর ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব লুতফুর রহমান মুন্সি, পৌর ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সিকদ্দার, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার, উপজেলা ইসলামি যুব আন্দোলনের সহ সভাপতি মোহাম্মদ নাইম ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জেলার খবর এর আরও খবর: