শার্শায় ৩৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক।

 প্রকাশ: ০৩ মে ২০২০, ১০:১০ অপরাহ্ন   |   জেলার খবর


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও মাদক বিক্রির ৩ লাখ ৮৬ হাজার ৪০০ টাকাসহ শফিকুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় ফুলসদ্দিন নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে মাদক দ্রব্যসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। 


আটক শফিকুল ইসলাম শার্শা থানার পাকশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে এবং পলাতক ফুলসদ্দিন একই গ্রামের সুলতান খাঁর ছেলে।


এ ব্যাপারে শালকোনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাঁর নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাকশিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি শফিকুল ইসলামকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রামের মাদক সম্রাট ফুলসদ্দিনের বাড়িতে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফুলসদ্দিন পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা তার বাড়ি থেকে ২৫ বোতল ফেনসিডিল ও নগদ ৩ লাখ ৮৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করে। টাকাগুলো মাদক ব্যবসার বলে বিজিবি জানিয়েছে। 

বিজিবি জানায়, আটক শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: