লকডাউন এর ষষ্ঠ দিনে আগৈলঝাড়া বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনজুর লিটন বরিশাল জেলা প্রতিনিধিঃ

সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক "লক ডাউন" কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ বিকাল ০৩ঃ০০ টা থেকে সন্ধ্যা ০৬ঃ৩০ টা পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া বাজার,বাইপাস, কান্দিরপাড় বাইপাস, জোবারপাড়, বড় মাগরা, পয়সারহাট বাজার, ত্রিমুখী বাজার, কোদালধোঁয়া বাজার, পাকুরিতা বাজারসহ  জনসমাগমস্থলে উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুল হাশেম নেতৃত্বে না মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষুধ বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ০৩ টি প্রতিষ্ঠানকে ৩ টি মামলায় সর্বমোট ২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আগৈলঝাড়া থানা পুলিশ, আনসার সদস্য, পেশকার সিদ্দিকুর রহমান  ও সাংবাদিকবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।   


অন্যদিকে একই দিন দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা, মোল্লাপাড়া এলাকার বিল থেকে ২শ মিটারের ৮টি অবৈধ চায়না জাল ও ২শ মিটারের ১টি অবৈধ ভেসাল জাল জব্দ করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর উপস্থিতিতে উপজেরা পরিষদ চত্তরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

জেলার খবর এর আরও খবর: