বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে শিশু পার্কের উদ্বোধন।

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৯:৩২ অপরাহ্ন   |   জেলার খবর


জাহিদ হাসান নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্প এলাকার শিশুদের মানসিক বিকাশের জন্য উদ্বোধন করা হয়েছে শিশু পার্ক।শুক্রবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামে আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশু পার্কটি উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা দূযোর্গ ও ত্রাণ কর্মকর্তা সালাউদ্দিন আল ওদুদ , ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিন আলী সহ প্রশাসনিক কর্মকর্তারা। ছোট পরিসরে এই শিশু পার্কে কয়েকটি রাইডস সংযোজন করা হয়েছে।বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজটি আমি ইবাদত হিসেবে নিয়েছিলাম তাই  আপ্রাণ চেষ্টা করেছি কাজটা সঠিক এবং সুন্দর ভাবে করার জন্য, বড়াইগ্রামে প্রতিটি আশ্রয়ন প্রকল্প এলাকায় শিশু পার্ক স্থাপন করা হবে। পরে জেলা প্রশাসক শামীম আহমেদ আশ্রয়ন প্রকল্পে থাকা ৬৫ জন উপকারভোগিদের মধ্যে খাদ্য সহায়ত প্রদান করেন ।

জেলার খবর এর আরও খবর: