সোনাইমুড়ীতে হঠাৎ করোনা আক্রান্তের রেকর্ড!

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৯:৩৯ অপরাহ্ন   |   জেলার খবর



মোরশেদ আলম,সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধিঃ সারাদেশের সাথে পাল্লা দিয়ে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলাতেও হুড়হুড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের রেকর্ড সংখ্যা। গত একমাস আগেও যেখানে এই উপজেলায় আক্রান্ত হতো ৫ থেকে সর্বোচ্চ ১০ জন, সেখানে একমাসের ব্যবধানে একদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৪ জন! এক সপ্তাহে দুইবার রেকর্ড হয়েছে এখানে, এবং ২৪ ঘন্টায় রেকর্ড আক্রান্ত ৫৪ জন ভয় ধরাচ্ছে সংশ্লিষ্টদের মনে।


নোয়াখালীতে করোনার নতুন হটস্পট এখন সোনাইমুড়ী উপজেলা! যেখানে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হচ্ছে প্রতিনিয়ত। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬০ জনসহ জেলায় মোট আক্রান্ত ১৫৫৯১। গত ২৪ ঘন্টায় -১ জনের মৃত্যু'সহ মোট মৃত্যু ১৮০। 


জনগণ এবং প্রশাসনের চরম উদাসিনতা, স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা,উপসর্গ দেখা দিলেও পরীক্ষা না করানো, লকডাউন না মানা, বিনাকারণে বাহিরে ঘুরেবেড়ানো সহ প্রশাসনের গাফিলতির কারনকেই দুষছেন স্বাস্থ্যকর্তারা। এখনি সচেতন না হলে সোনাইমুড়ী উপজেলা হতে পারে করোনার নতুন হটস্পট বলে মনে করেন তারা।

জেলার খবর এর আরও খবর: