রিয়াদে ৭ মার্চের ভাষণের ওপর প্রশিক্ষণ কর্মশালা।

 প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


নিজস্ব  প্রতিনিধি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিষয়ে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ।

গত শনিবার রিয়াদে হারা শালিমার  হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রেজাউল করিম মিলনের সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক, আবুল বশির ও মেহেদী হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি  ছিলেন উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর সাধরন সম্পাদক ও মনোহরগজ্ঞ উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। 

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা করেন উপদেষ্টা ডা. কামরুল ইসলাম, হুমায়ুন কবির, রিয়াদে বাংলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক খাদেমুল ইসলাম।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম,  ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগর সহ-সভাপতি,  গোলাম মহিউদ্দিন, আব্দুর রহমান চৌধরী,  শহিদুল্লাহ ভূঁইয়া, ইসাউল্লাহ, কাজী ওয়াছ। যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম লিটল, কাজী নাজিব উল মোবারক, শহীদ মাদবর, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সী, দপ্তর সম্পাদক, মান্নান মাদবর, উপ-প্রচার, সম্পাদক, ফকরুল আজাদ।
  রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, ও সাধরন সম্পাদক, মোঃ আরকান শারীফ, সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক জুনায়েদ মাদবর, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিকলীগ সভাপতি কাজী কামাল,সাধরন সম্পাদক, শেখ লিয়াকত, যুগ্ম সাধারণ সম্পাদক মে. ফারুখ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শাহাদাতবরণকারীদের আত্মার শান্তি এবং দেশে সুখ-শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারি আব্দুস সালাম।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: