রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা : এ মুহুর্তে গ্রামের মানুষের কাছে এক বিশাল পাওয়া

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন   |   সম্পাদকীয়


(এহছান খান পাঠান): 

গত  ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এ দিনই ইউনিয়ন পর্যায়ে মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত জানানো হলো তাও আবার কোনো রেজিষ্ট্রেশন ছাড়াই। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দেখালেই নেওয়া যাবে সেই টিকা।  গ্রামের মানুষের কাছে সে এক বিশাল পাওয়া। 

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় গ্রামেও ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে।এমন পরিস্থিতিতে গ্রামাঞ্চলে টিকাকরণ জোরদার করে তা প্রতিরোধ করতে চাইছে সরকার। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষকে টিকা দেওয়ার ওপর জোর দিয়েছে প্রশাসন।  শুধু এনআইডি কার্ড থাকলেই নির্ধারিত বয়সীরা টিকা পাবেন। এমনকি এনআইডি কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই- বিশেষ ব্যবস্থায় নিবন্ধন করে টিকা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। গ্রামের মানুষের কাছে ঠিকা পৌঁছে দেওয়ার এই সিদ্ধান্ত সরকারের যুগান্তকারী এক পদক্ষেপ। এতে ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধেও শক্তিশালী হবে বাংলাদেশ।

(এহছান খান পাঠান, নির্বাহী সম্পাদক, দৈনিক অর্থনীতির কাগজ)