রিয়াদে প্রবাস বাংলা ক্রিকেট লীগের শক্তিশালী টিম লক্ষ্মীপুর সিক্সাস এর জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন ;ফারুক আহমেদ চান, মধ্য প্রাচ্য ইন চার্জ!

লক্ষ্মীপুর সিক্সার্স ক্রিকেট টিমের জার্সি বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। টিম ম্যানেজার ফখরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সিক্সার্সের ওনার ও সাইনসিটি মেডিকেলের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও লক্ষ্মীপুর সিক্সার্সের মিডিয়া প্রধান ফারুক আহাম্মেদ চাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-স্পন্সর ফারুক পাটোয়ারী, আশরাফ উদ্দিন শাহিন এবং উপদেষ্টা আবদুল ওয়াহেদ, আনোয়ার হোসেন ও ফারুক হোসেন সহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন দলের অধিনায়ক সোহাগ, বাংলাদেশ থেকে আগত খেলোয়াড় কিং শুক্কর সহ দলের অন্যান্য খেলোয়াড় বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দলের সাফল্য ও ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।