মাদারীপুরে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী সম্মাননা পেলেন মোহাম্মদ আলী সরদার

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন   |   প্রবাস


নিজস্ব প্রতিবেদক 

"দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ" এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫  উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের অধিবাসী মোহাম্মদ  আলী সরদার-কে তৃতীয় স্থান অর্জনের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আজ ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সকালে  মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  মাদারীপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে ও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হকসহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষতা নিয়ে বিদেশে যাওয়া এবং রেমিট্যান্স দিয়ে দেশ গড়ার প্রত্যয়ে এই দিবস উদযাপন করা হয়।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, মোহাম্মদ  আলী সরদারের পরিবারের মত প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতেই এ ধরনের সম্মাননা প্রদান অব্যাহত থাকবে। এতে প্রবাসীরা আরও উৎসাহিত হবেন এবং বৈধ ও দক্ষভাবে বিদেশগমনে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করা হয়।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোঃ আলী সরদার বলেন, আমার বড় ছেলে হাজী মোঃ বেলায়েত হোসেন ২৫ বছর, মেঝ ছেলে এস. এম. লোকমান হোসেন ২০ বছর ও সেজো ছেলে এস. এম. কবির হোসেন ২১ বছর যাবত প্রবাসে অবস্থান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  এছাড়াও তিনি আরো বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলভাবে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য যে, কেন্দ্রীয়ভাবে ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.  তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই দিবস উপলক্ষে বিশেষ বক্তব্য প্রদান করেছেন। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হচ্ছে।

প্রবাস এর আরও খবর: