দুর্গম পাহাড়ী পাড়ায় বিজয়ের আনন্দ পৌঁছে দিল বিদ্যানন্দ!

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১০:২১ অপরাহ্ন   |   বিনোদন



খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটির দুর্গম কাইন্দাকারিক্ষং পাড়ার শিশুদের আজ আনন্দের সীমা নেই। এই প্রথমবারের মতো তাদের পাড়ার মাঠ রঙিন হলো লাল সবুজের বেলুনে। সেই সাথে আছে বিয়ে বাড়ির আমেজ। মাংস সহ কয়েক পদের খাবারে আপ্যায়ন করা হচ্ছে তিন শতাধিক মানুষকে। এ যেন বিজয়ের আহার। তাদের জন্য আজকের এই আয়োজন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের কাছে আজ মুক্তিযুদ্ধের গল্প শুনেছে পাড়ার শিশুরা। এছাড়াও আশেপাশের পাড়ার আরো শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে। এ ব্যাপারে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদ সদস্য জামাল উদ্দিন বলেন "দুর্গম পাহাড়ী পাড়া গুলোর শিশু কিশোর ও তরুন সমাজ এখনও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্মন্ধে জানে না। তাদের মাতৃভাষায় মুক্তিযুদ্ধের ইতিহাস লিখা হয়নি এখনও। তাই শিশু কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। পাশাপাশি আয়োজন করা হয়েছে আনন্দ উতসব"

কাইন্দাকারিক্ষং পাড়ার কারবারি মি:সুবর্ণ চাকমা বলেন "এই প্রথমবারের মতো আমাদের এলাকায় কেউ বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের পাড়ার মানুষ খুশী হয়েছে। ভবিষ্যতেও বিদ্যানন্দ এই আয়োজন অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী"

বিনোদন এর আরও খবর: