রায়গঞ্জে জাতীয় প্রযুক্তি মেলা অনুষ্ঠিত।

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০১:২৫ অপরাহ্ন   |   বিনোদন



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 


 সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা চত্বরে ‘স্মার্টফোন আসক্তি, পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল। উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এ মেলায় তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন এবং সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে মেলাটিকে সুসজ্জিত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন ইমন তালুকদার, ‍উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রধানসহ গণমাধ্যমকর্মীরা।

বিনোদন এর আরও খবর: