শৈশব থেকে স্বপ্ন- সংগীতপথে নিপা প্রধানের অনন্য যাত্রা

স্টাফ রিপোর্টার:
শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে আসছেন নিপা প্রধান। মাত্র পাঁচ বছর বয়সে রিমঝিম কচিকাচার মেলায় গান শেখার মধ্য দিয়ে তাঁর সংগীতজীবনের সূচনা। সেই প্রথম পদক্ষেপকে পূর্ণতা দেন তাঁর ওস্তাদ, সিরাজগঞ্জ জেলার প্রখ্যাত সংগীতশিল্পী শ্যমল স্বাহা।
প্রাতিষ্ঠানিকভাবে সংগীতের শিক্ষা নিতে তিনি যুক্ত হন বাংলাদেশ ধ্রুব সংস্কৃতি পরিষদে, যা দেশের অন্যতম সংগীত পরীক্ষা নিয়ন্ত্রণকারী বোর্ড। এখানেই সিরাজগঞ্জ শাখায় নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে ধীরে ধীরে ক্লাসিকাল ও নজরুল সংগীতে দক্ষতা অর্জন করেন তিনি।
নজরুল সংগীতের প্রতি বিশেষ টান তাঁকে নিয়ে যায় রাজশাহী বেতারের স্টুডিওতে। সেখানে তাঁর কণ্ঠে পরিবেশিত গান শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। শুধু রাজশাহী নয়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার শিল্পকলা একাডেমিতেও একাধিকবার মঞ্চ কাঁপিয়েছেন তিনি।
বর্তমানে নিপা প্রধান ঢাকার উত্তরা এলাকার রঙ্গন একাডেমিতে মিউজিক প্রশিক্ষক হিসেবে কর্মরত। তাঁর কণ্ঠ পৌঁছে গেছে টেলিভিশন পর্দাতেও- দেশের শীর্ষস্থানীয় বেসরকারি চ্যানেল ATN Bangla–তে গান পরিবেশনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি তিনি মাটি মিউজিক নামের একটি শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর একজন নিয়মিত শিল্পী।
শুধু নিজের ক্যারিয়ারেই সীমাবদ্ধ থাকতে চান না নিপা প্রধান। ভবিষ্যতে তিনি নিজেই একটি সংগীত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন, যেখানে নতুন প্রজন্মের শিল্পীরা সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়ে এগিয়ে যেতে পারবে।