সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জে স্বর্ণকলি স্কুলে মানববন্ধন

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: সুইডেনের স্টকহোমে প্রকাশ্যে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয় ক্যাম্পাস থেকে গোপালগঞ্জ সদর প্রধান ফটক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে ওই স্কুলের বিজ্ঞান বিভাগের ১০ শ্রেণির শিক্ষার্থী গাজী এহসানুল হক সাবিদ বলেন, 'সুইডেনের উগ্রপন্থী দলের এক নেতা দীর্ঘ সময় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পবিত্র আল-কুরআনে আগুন দিয়েছে। আমরা ওই নেতাকে বলতে চাই, আপনি মনে করেছেন আমরা মুসলমানরা মরে গেছি। কিন্তু না। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ও শ্রেষ্ঠ গ্রন্থের অবমাননা মুসলমান মেনে নেবে না।'

অন্য এক শিক্ষার্থী সিফাত বলেন, সুইডেনে কোরআনে আগুন দিয়ে সারা বিশ্বের ২০০ কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগিয়েছ। এই ঘটনায় আমরা ব্যাথিত, আমরা আহত হয়েছি। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, তারা যদি এই ধরনের কাজ থেকে বিরত না হয়। আমরা হাত গুটিয়ে বসে থাকব না।'

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: