আমেরিকার টুরিস্ট ভিসা সংক্রান্ত জটিলতা ভুক্তভোগীরা দূতাবাসের সহায়তা চান।

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক


ডেস্ক রিপোর্ট, 

মহামারী করোনার জন্য গত প্রায় দেড় বছর যাবৎ  আমেরিকান দূতাবােসর বি ওয়ান এবং বি টুর তথা টুরিস্ট ভিসার হাজার হাজার  আবেদনকারীর আবেদন জমা পড়ে আছে। ভুক্তভোগীরা আবেদন ফি দেড় বছর আগে পরিশোধ করলেও এখনো তাদের পর্যাপ্ত পরিমাণে ভিসা ইন্টারভিউ আসন দেওয়া হচ্ছে না। এম্বাসির ওয়েবসাইট সূত্রে জানা যায় যে অন্যান্য সকল ইমিগ্র্যান্ট এবং নন ইমিগ্র্যান্ট  পর্যাপ্ত  ভিসা ইন্টারভিউ চালু থাকলেও গুরুত্বহীনতা কারণেই এই ভিসার  খুবই সীমিত  ইন্টারভিউ চালু রাখা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে ব্যাবসায়িক  পারিবারিক এবং চিকিৎসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই ভিসা ব্যবহৃত হয়ে থাকে। যার জন্য বিপুল সংখ্যক লোক পারিবারিক এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে সমস্যার সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছে।একজন ভুক্তভোগী বলেন, আমার বোন স্টুডেন্ট ভিসায় ফ্লোরিডায়  একটি ইউনিভার্সিটিতে অধ্যায়নরত। সে শারীরিকভাবে অসুস্থ। আমেরিকায় আমাদের কোন আত্মীয় নেই। আমার পিতা-মাতা গত বছর ফেব্রুয়ারীেত নিয়ম মেনে টাকা জমা দিয়েছেন। অধ্যাবধি তার ভিসা ইন্টারভিউ হয়নি। 

আন্তর্জাতিক এর আরও খবর: