আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন হক কথা বলে যাবো ইনশাআল্লাহ।

 প্রকাশ: ১০ মে ২০২০, ০২:২৫ পূর্বাহ্ন   |   সাক্ষাৎকার


মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান,মোঃ জাকির হোসেন,

ফেসবুকে একজন ভাই লিখেছেন, ৫৪ জন চেয়ারম্যান মেম্বার কে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের এলজিআরডি মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম সাহেবকে, করোনা ভাইরাস এর এই সময় দুর্নীতি ও হতদরিদ্রের ত্রাণ  আত্মসাৎ করাতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে,

যদি সরকার বা দায়িত্বশীল ব্যক্তিরা, যেকোনো সময়, যে দুর্নীতি করে, হতদরিদ্রের এান আত্মসাৎ করে, তাদেরকে শুরুতে সাথে সাথে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি হতো, তাহলে আজকে আমাদের দেশে দুর্নীতিবাজের ও হারামখোরদের সৃষ্টি হতো না, অনেক সময় আমাদের মধ্যে কেহ না

 কেহ নিজের স্বার্থের জন্য টাকার বিনিময় ও দলীয় লোক বানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে না নিতে পারে,প্রকৃত  বিষয়গুলো অন্যদিকে ব্যাখ্যা করে,সেজন্য সরকার বা দায়িত্বশীল ব্যক্তিরা তাদের বিরুদ্ধে অনেক সময় ব্যবস্থা নিতে পারে না, তাই হারামখোরেরা সাহস পেয়ে গিয়েছে,করোনা ভাইরাস দুনিয়াতে আল্লাহ পাঠাইছে,আমি মনে করি,এটা কারো সৃষ্টি না, এর থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত,আমি জানি অনেকে আমাকে গালাগালি করবেন,যতদিন দুনিয়াতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, কতদিন হক কথা বলে যাবো, সততা নিষ্ঠার সহিত ইনশাল্লাহ কাজ করে যাব, সবার দোয়া কামনা করি, আমি যেন দেশে  তাড়াতাড়ি আসতে পারি, আল্লাহাফেজ।

সাক্ষাৎকার এর আরও খবর: