যশোর রেলগেট মুজিব সড়ক এলাকায় সাদী হত্যার সহযোগী চার আসামিকে আটক করল যশোর ডিবি পুলিশ।

মনা যশোর প্রতিনিধিঃ
ঘটনার বিবরণ : গত ইং ১৭/০৩/২০২৫খ্রিঃ রাত অনুমান ২৩.৩০ঘটিকায় ভিকটিম মীর সামির সাকিব সাদী(৩৫), কে তার বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আসামি সুমন ওরফে ট্যাটু সুমন(২৭) ও মেহেদী হাসান অনিক(২৭) সহ তাদের অজ্ঞাতনামা ৫/৭জন সহযোগী পরিকল্পনা মোতাবেক হত্যা করার উদ্দেশ্যে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে আসামিরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পরিবারের অন্যান্য সদস্যরা এসে ভিকটিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনার পরের দিন রাতে ভিকটিমের মৃত্যু হয়।
এই ঘটনা সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
মামলাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর কে নির্দেশনা প্রদান করলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযানে নামে।
গ্রেফতার অভিযানঃ
ইং০৫/০৫/২০২৫খ্রিঃ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজীব সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী থানাধীন পুলেরহাট, রায়পাড়া, মুড়লী, শংকরপুর এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে টানা অভিযান পরচিালনা করে উক্ত হত্যার সাথে জড়িত সহযোগী আসামি তুহিন মোল্ল্যা (৩৫), সাইফুল ইসলাম অভি (২৫), বিপ্লব হোসেন(২২), তানভীর রহমান(২১) নামের চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা শহরে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল এবং তারা পেশাদার অপারাধী।
তারা সাদী হত্যাকান্ড ঘটনোর পর থেকেই গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন আত্মগোপনে ছিল। যশোর ডিবির এই টিমটি দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ সহ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা সাদী হত্যা মামলায় এজাহার ভুক্ত ট্যাটু সুমন ও মেহেদীকে উক্ত হত্যার কাজে সহযোগীতা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদেরকে সাদী হত্যা মামলা নং- ৫৯, তারিখ-১৯/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামি মোঃ তুহিন মোল্ল্যা (৩৫) এর নামে হত্যা মামলা, মাদক মামলাসহ মোট ১৯টি, মোঃ সাইফুল ইসলাম অভি (২৫) এর নামে ০১টি, মোঃ বিপ্লব হোসেন (২২) এর নামে হত্যা মামলাসহ মোট ০৩টি এবং মোঃ তানভীর রহমান(২১) এর নামে বিস্ফোরকসহ মোট ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এরা সবাই শহরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী হিসেবে কাজ করে থাকে।
আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ তুহিন মোল্ল্যা (৩৫), পিতাঃ মোঃ বাশার মোল্ল্যা, সাংঃ রেলগেট কলাবাগান পাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর, ২। মোঃ সাইফুল ইসলাম অভি (২৫), পিতাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, সাং- বেজপাড়া তোফদার পাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর, ৩।মোঃ বিপ্লব হোসেন ( ২২), পিতাঃ মৃত বিল্লাল হোসেন, সাং- চাঁচড়া রায়পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৪। মোঃ তানভীর রহমান(২১), পিতা- মোঃ মিন্টু রহমান, সাং- নাজির শংকরপুর হাজারি গেট, থানা-কোতয়ালী, জেলা-যশোর।