লোহাগড়ায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

 প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন   |   আইন আদালত


আরিফ শরীফ (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাহাজ কাজী পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা তাকে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে রাহাজ আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইন আদালত এর আরও খবর: