রানীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট এক মাদ্রাসা শিক্ষকে মৃত্যু

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নইমুদ্দিন বাচোর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক এবং ফরিদপাড়ার মৃত এমাজউদ্দীনের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে নইমুদ্দিন তার বাংলাগড় বাজারসংলগ্ন নির্মাণাধীন বাড়ির ছাদে পাম্প দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় পাম্পের পাশে থাকা খোলা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ছেলে আব্দুল আওয়াল জানান, “সকাল ৯টার দিকে আমি ও বাবা একসাথে বাসা থেকে বের হই। আমি ধানে কীটনাশক স্প্রে দিতে যাই, আর বাবা ছাদে পানি দিতে যান। পরে বাসায় ফিরে বাবাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি তিনি বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে রয়েছেন। তখনই বুঝতে পারি, বাবা আর নেই।” বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।