গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতি ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রত্যুষে উপজেলা পরিষদ থানা মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের আনন্দঘন আয়োজন। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবহ সৃষ্টি করে। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সদস্য ও আজকের জাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর আলম শেখ, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের শহিদুল ইসলাম সহিদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
দুপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতির কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিকালে মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিসার্স ক্লাব মাঠে চারু ও কারুশিল্প এবং স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের প্রদর্শনী নিয়ে বিজয় মেলা বসে। সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
