মুকসুদপুরের বহুগ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব।

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ০১:২৫ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের হরিনাহাটি গ্রামের মৃত্যু উজির মিয়ার ছেলে  কাতার প্রবাসী মিজানুর রহমান আইনের তোয়াক্কা না করে সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নিজের ও নিজ জায়গা সংলগ্ন সরকারি জায়গা ভরাট করতেছেন। উক্ত জায়গায় 

ভরাটকৃত বালুর আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হবে বলে ধারণা করছে এলাকাবাসী। সরকারি খাল থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবিরতভাবে বালু উত্তোলনের ফলে ওই খাল সংলগ্ন ব্রীজ, এলাকার রাস্তা-ঘাট সহ বসতবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। 


এ ব্যাপারে আমাদের প্রতিনিধি অভিযুক্ত মিজানুর রহমানের ব্যক্তিগত  .....১১২৭ মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগ

করার চেষ্টা করা হলে ও তিনি কলটি রিসিভ করেননি।


পরে এ বিষয়ে সোমবার (৯ আগস্ট)

বিকালে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলামের সাথে মোবাইল ফোনের মাধ্যমে  যোগাযোগ করলে তিনি বলেন,  অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে

প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে।  পরে সাংবাদিকের নিকট থেকে তিনি তথ্য ও ঠিকানা নিয়ে তাৎক্ষণিক  অভিযান পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।

মুকসুদপুর এর আরও খবর: