আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দুবাই ড্রাসা স্পোর্টস একাডেমি থেকে হেলথ অ্যান্ড সেফটি কোর্স সম্পূর্ণ করলেন সফল

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন   |   জাতীয়


 উদ্যোক্তা মো. ইমতিয়াজ কামরান তালুকদার 





নিজস্ব প্রতিবেদকঃঃ


দুবাই ড্রাসা স্পোর্টস ডলফিন একাডেমি থেকে তিনি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হেলথ অ্যান্ড সেফটি পুল লাইফগার্ড সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেন।দুবাই সরকার জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগ কর্তৃক ইস্যুকৃত ড্রাসা ক্রীড়া উন্নয়ন ও গবেষণা একাডেমি হেলথ অ্যান্ড সেফটি লাইফগার্ড দুবাই মিউনিসিপ্যালিটির পাবলিক হেলথ অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের ডিসিএএস, বিএলএসএফএ,আইএসও,আইইসি

ইআইএসি,এডিকিউসিসি,এসজিই,এসসিই 

,এমএফএটিসি,ডিএফএসএস স্ট্যান্ডার্ডের

অনুমোদিত আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হেলথ অ্যান্ড সেফটি পুল লাইফগার্ড সার্টিফিকেট লাইসেন্স নং:ডিএসএস-সি- ২১০৭। হেলথ অ্যান্ড সেফটি কোর্স সম্পূর্ণ করলেন সফল উদ্যোক্তা মো. ইমতিয়াজ কামরান তালুকদার। তিনি বলেন, 

আধুনিকায়নের সাথে সাথে অত্যান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি। কলকারখানা রাসায়নিক ব্যবস্থাপনা এবং অফিস আদালতের অগ্নিনির্বাপনের মহড়া প্রভৃতি বিষয় দেখভাল করার জন্য সেফটি ম্যানেজমেন্ট এর প্রয়োজন নিত্যদিন বেড়েই চলেছে। আর এই চাহিদার জন্যেই হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট বা সেফটি ইঞ্জিনিয়ার/অফিসারের হয়েছে উঠেছে আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারিয়ার অপশন।হেলথ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্ট সেফটি আর সিকিউরিটি এই দু’টি আধুনিক বিশ্বের সব থেকে দামি জিনিস। অন্ন, বাসস্থান আর উপার্জনের পরই মানুষের নিরাপত্তা নিয়ে মাথা ঘামায়। আর আধুনিক বিশ্বের ব্যস্ত নাগরিক জীবনে জটিলতা যত বাড়ছে, নিরাপত্তাহীন হয়ে পড়ছে মানুষ আর সমাজ। 

এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি স্পেশালিস্টের দায়িত্ব অগ্নিনির্বাপন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জরুরি অবস্থায় নিরাপত্তা নিশ্চিতকরণ।যেকোনো দুর্ঘটনার তদন্তদলের সাথে অনুসন্ধানে অংশ নেয়া এবং দুর্ঘটনার কারণ উদঘাটন করা।দুর্ঘটনার জরুরি অবস্থায় প্রাথমিক  চিকিৎসা প্রদান করা।

জাতীয় এর আরও খবর: