মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। যা মাদারীপুর বাসীর জন্য একটা দর্শনীয় ভবন ছাড়া কিছুই না।

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:২৮ অপরাহ্ন   |   জাতীয়




আউয়াল ফকির


৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির কাজ শেষ হবার ৩/৪ বছরেও এটি মাদারীপুর বাসির জন্য কোনো কাজে আসেনি।

এমন অভিযোগ শোনা যায় মাদারীপুর জেলা অন্তর্ভুক্ত জনগণের মুখে।

গুরুতর একটু আঘাতের জন্য যেতে হচ্ছে ফরিদপুর /ঢাকা।

আর ফলাফল বিনা চিকিৎসায় যাত্রাপথে মৃত্যু। 

তাই মাদারীপুর বাঁশির একটাই দাবি যেন সব অরাজনীতি বন্ধ করে মাদারীপুর হসপিটাল টা মানুষের সেবায় নিয়োজিত থাকে।

আমরা আলোচিত বার্তা পরিবারের পক্ষ থেকে চাই আপনারা

অপরাজনীতি বন্ধ করে, নিজের জেলার মানুষের কথা চিন্তা করুন

তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করুন।

জাতীয় এর আরও খবর: