গোপালগঞ্জ কাশিয়ানীতে পালিত হলো বিজয় দিবসের অনুষ্ঠান

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৫১ অপরাহ্ন   |   জাতীয়







গোপালগঞ্জ জেলা প্রতিনিধি  





গোপালগঞ্জের কাশিয়ানীতে সারাদেশের নেয় যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।


১৬ডিসেম্বরের এই দিনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পাঠ অনুষ্ঠানটি ও প্রদর্শিত হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, কুচকাওয়াজ ও ছাত্র ছাত্রীদের সমাবেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে, মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা, মুক্তিযোদ্ধা চেতনা শিরোনামে আলোচনা, মসজিদ মন্দির মাদ্রাসার এতিমখানা, হাসপাতাল ও থানা হাজতে বিশেষ খাবার পরিবেশন, শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে চলবে এই আয়োজন। 


আয়োজিত বিজয় দিবসের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টূ, সহকারী কমিশনার ভূমি মিলন সাহ, অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম ।


 এছাড়া আরো ও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ অপু, সমাজ সেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান,পিআইও মো, মিরান হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরাফত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, সদস্য মনিরুজ্জামান মৃধা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী সদর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান মশিউর রহমান খান সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী , শিক্ষক ও সাংবাদিক বৃন্দ ।

জাতীয় এর আরও খবর: