বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ আলী

 প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন   |   জাতীয়


মনা যশোর প্রতিনিধিঃ

বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ আলী আজ বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করেছেন। শনিবার ২৪শে মে বেলা ১২ টার দিকে তিনি বেনাপোল স্থল বন্দরে এসে পৌছান।

তাকে স্বাগত জানান,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান(অতিরিক্ত সচিব) এবং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক) মো. শামীম হোসেন(উপসচিব)।

এ সময় আরও উপস্থিত ছিলেন,শার্শা উপজেণার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান, বেনাপোল

স্থলবন্দরের উপ-পরিচালক মো. মামুন কবির তরফদার ও এডি রতন, বন্দরের ডেপুটি ডাইরেক্টর মো. রাশেদুল সজীব ,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো. সহিদ আলী ও সহ সভাপতি- তবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক-ডা.ইদ্রিস আলী।

বন্দরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সচিব মহোদয় বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে-ফিরে দেখেন এবং পণ্য খালাসে বন্দরে কর্মরত কর্মচারী এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধা সমূহ মম্পর্কে জানতে তাদের সাথে কথা বলেন।

এ সময় শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরা হয়। সিনিয়র সচিব ইউসুফ আলী তাদের কথা গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য দেন।

জাতীয় এর আরও খবর: