গোপালগঞ্জ জেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটা হয়।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে
শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় গোপালগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আ.লীগ ও সহযোগী সংগঠন।জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাইফ বি মোল্লা, গোপালগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,শহর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেখ সহ জেলা ও উপজেলা আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা সহ ছোট্ট শিশুরা উপস্থিত ছিলেন।এর আগে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।