শরীয়তপুর থেকে ২০০ পিস ইয়াবাসহ আটক-১।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৯:২৪ অপরাহ্ন   |   জাতীয়


মো: ফারুক হোসেনঃ আজ সোমবার ১৯ অক্টোবর সকালে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, শরীয়তপুর জেলার পালং থানাধীন পূর্ব কোটাপাড়া গ্রামস্থ বড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে 

মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করা অবস্থায়, সবুজ বেপারী(২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে, মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাস খান এলাকার আব্দুর রব ব্যাপারীর ছেলে।

আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পালং মডেল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

জাতীয় এর আরও খবর: