ধর্ষকের শাস্তি সর্বোচ্ছ মৃত্যুদন্ড কার্যকর করায় ঘোপাল যুবলীগের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:৩৮ অপরাহ্ন   |   জাতীয়


সাখাওয়াত হোসেন (ফেনী) প্রতিনিধিঃ


" নিরাপদ নারী নিরাপদ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ "

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে ছাগলনাইয়া ১০ নং ঘোপাল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরিগন্জ যুবলীগের কার্যলয় থেকে আনন্দ মিছিল প্রদক্ষিণ করে নতুন মুহুরিগন্জ আ'লীগের কার্যলয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম''র সভাপতিত্বে ও যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মোস্তফা জানু সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ১০ নং ঘোপাল ইউনিয়ন আ'লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আইয়ুব, সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল আলম, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মিলন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন ও ছাত্রলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম সহ প্রমুখ।


ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান, ধর্ষনের সর্বোচ্ছ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করায়। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য আরো জানান, অহেতুক ইস্যু নিয়ে ঘোপাল ইউনিয়নের মাটিতে বিএনপি জামায়াত এর অরাজকতা করার কোন সুযোগ নেই।


এ সময় আরো উপস্থিত ছিল ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ  বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী।

জাতীয় এর আরও খবর: