ঝিকরগাছা উপজেলায় গভীর নলকূপ বিতরণ করেন এমপি নাসির উদ্দিন।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা উপজেলায় পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন ও সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীনে সাবমার্সিবল পাম্পযুক্ত ৭৪৮টি গভীর নলকূপ বিতরণ করেছেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে উন্নয়নের জন্য সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে। আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে গভীর নলকূপ আপনারা পাচ্ছেন, তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব আপনাদের নিতে হবে। আপনাদের জন্যই সরকারের সকল প্রচেষ্টা অব্যহত আছে।
সোমবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরের, উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজার সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম,
যশোরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, শাহজাহান আলী, শংকরপুর ইউপি চেয়ারম্যান নিছার উদ্দীন, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, শামীম রেজা, জাফিরুল হক।
এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী সহ উপজেলার সুবিধাভোগী মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই প্রকল্পের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের, উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার বলেন, ‘২০২০-২০২১ অর্থবছরে দুই লক্ষ টাকা ব্যয়ে উপজেলায় মোট ৭৪৮ টি সাবমার্সেবল পাম্প যুক্ত গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান আছে। যার মধ্যে ৪০০টির কাজ এ পর্যন্ত শেষ হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ বাকী নলকূপ গুলো স্থাপনের কাজ সম্পন্ন করা হবে বলে আমি আশাবাদি।