ফেনীতে উপজাতি স্কুলছাত্রীকে ধর্ষণ।

সাখাওয়াত হোসেন (ফেনী)ঃ
খাগড়াছড়ি থেকে ফেনীতে বান্ধবীর বাসায় বেড়াতে আসা উপজাতি এক স্কুলছাত্রীকে দুই দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে বাসায় রাগ করে খাগড়াছড়ির একটি স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রী ফেনীর মহিপাল চলে আসে। সেখান থেকে বিসিক শিল্প নগরীতে বান্ধবীর বাসায় যাওয়ার সময় রিকশাচালক রিয়াজ তাকে শহরের দেওয়ানগঞ্জের পৌর ডাম্পিং স্টেশন এলাকায় নিয়ে ধর্ষণ করে।
ঘটনা দেখে সেলুন কর্মচারী ছোটন তাকে উদ্ধার করে ফতেহপুর এলাকায় নিয়ে দ্বিতীয় দফা ধর্ষণ করে। ভোরে টহলরত পুলিশ রাস্তায় পেয়ে কিশোরী ও ছোটনকে থানায় নিয়ে আসে।
পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রিকশাচালক রিয়াজকেও আটক করা হয়। এ ঘটনায় আটক ২ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছে নির্যাতিতা কিশোরী।