যশোরের সদর উপ-নির্বাচনের ভোট কেন্দ্রে পরিদর্শন করেন পুলিশ সুপার আশরাফ।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের সদর উপজেলার উপ-নির্বাচনের ২০-১০-২০২০ইং তারিখে সকাল ৯টার সময় থেকে শুরু হয় স্বাস্থ্য বিধি মেনে প্রতিটা কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বিকাল ৫টার সময় পর্যন্ত।
ভোট গ্রহণ সরোজমিনে পরিদর্শন করেন, যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
এসময় পুলিশ সুপার বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ কর্মসূচি পরিদর্শন করেন, এবং প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, আমাদের কাজ হলো ভোট কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে, একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা প্রদান করা।
এসময় আরো উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, মোহাম্মদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর, এম মসিউর রহমান, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, যশোর সহ জেলা পুলিশ যশোরের ঊর্ধতন কর্মকতাগণ।