রায়পুরে সাংবাদিকের উপর হামলাকারীদের দূরত্ব গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেনঃ
লক্ষ্মীপুরের রায়পুরে দৈনিক বাংলাদেশ সমাচার রায়পুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রায়পুর প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ফোরামসহ রায়পুরে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় রায়পুর থানা গেইটের সামনে এ মাববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, সাবেক সভাপতি সংকর মজুমদার, মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ আলম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মুরাদসহ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নের নেতৃবিন্দসহ উপজেলার সকল সাংবাদিক।
এর আগে দুপুরে ৬নং কেরোয়া ইউপি উপ-নির্বাচন পর্যবেক্ষণকালে ১নং ওয়ার্ড (পশ্চিম কেরোয়া) কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও ভোট কার্চুপির ছবি তুলতে গেলে কথিত সন্ত্রাসী জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের গাড়ির উপর ফেলে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের আঘাতে জাকিরের শরীরের বিভিন্ন স্থানে জখমসহ মাথা ফেটে যায় । এসময় অন্য সাংবাদিকরা ঘটনা দেখে পুলিশকে জানালে পুলিশ ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার এজহার জমা দেয়া হয়েছে।