রাজশাহীতে (ডিবি) কর্তৃক ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২।

লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগর এলাকায় মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনারের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আমিনুর রহমান, গোয়েন্দা শাখা, আরএমপি, রাজশাহী পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রেজাউল হাসান এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ০৯.২০ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন রাণীনগর হাদীর মোড়স্থ খাদেমুল ইসলাম জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে ১। মোঃ সাজেদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ ইদল ইসলাম, সাং-কাপাশিয়া মৃধাপাড়া (নিজ বাড়ী) এবং টাংগন পশ্চিমপাড়া, থানা-কাটাখালি, মহানগর রাজশাহী, ২। মোঃ তুষার আলী (২০), পিতা-মোঃ নাজিমুদ্দিন @ ঘুতু, সাং-টাংগন পূর্বপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীদ্বয়কে (২০০+২০০)= ৪০০ (চারশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নগরীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
এবিষয়টি নিশ্চিত করে বার্তা পাঠিয়েছেন, আরএমপির মুখপাত্র মোঃ গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর)।