সাতবাড়ীয়া শান্তি বিহারের নতুন ভবনে প্রবেশ ও ১০৯ তম কঠিন চীবরদান ২৯ ও ৩০শে অক্টোবর।

পুষ্পেন্দু মজুমদার,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার পূণ্যতীর্থ সাতবাড়ীয়া গ্রামের বৌদ্ধধর্মাবলম্বীদের একমাত্র উপাসনালয় সাতবাড়ীয়া শান্তি বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরো অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৌদ্ধধর্মাবলম্বীদের জাতীয় ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবরদান দানোৎসব । এইবছর আরো সংযোজিত হলো সাতবাড়ীয়া গ্রামবাসীর বহু বছরের আখান্কিত বিহারের পুনঃনির্মিত ভবনে প্রবেশানুষ্ঠান। নতুন বিহারে প্রবেশ উপলক্ষে ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহা সতিপট্ঠান সূত্রপাট এবং ৩০ অক্টোবর শুক্রবার অষ্টউপকরণসহ সংঘদান ও কঠিন চীবরদান সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলমান থাকবে, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি,জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন, ঐতিহাসিক রাংকূট বনাশ্রম মহাতীর্থ বিহারের অধ্যক্ষ ভদন্ত কে.শ্রী জ্যােতিসেন থেরো ও প্রধান জ্ঞাতি হিসেবে থাকার কথা রয়েছে ভদন্ত ড.সুমোনপ্রিয় থেরো মহোদয়। উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ উপাসক-উপাসিকাদের উপস্থিত থেকে পূণ্যকর্মকে সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ জানান সাতবাড়ীয়া শান্তি বিহার কল্যাণ পরিষদের কর্মকর্তা ও গ্রামবাসীবৃন্দ।
শুভেচ্ছান্তে ঃভদন্ত বিনয়মিত্র ভিক্ষু।